বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

সাংবাদিক বশির আহমদ আর নেই

সাংবাদিক বশির আহমদ সংগৃহীত ছবি


প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এম বশির আহমদ আর নেই।  আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটায় মিরপুর সাংবাদিক এলাকার এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ সংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এম বশির আহমদ কর্মজীবনের প্রায় চার দশক দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। শুক্রবার বাদ জুমা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কালশী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আজ এক যুক্ত বিবৃতিতে এম বশির আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১