বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

ফরিদগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু


চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউছুপ পাটওয়ারী (৪৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের নিহত হয়েছে।

আজ বৃহষ্পতিবার উপজেলার টুবগী এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ী ভাংচুর করে।

চান্দ্রা লোহাগড়া খন্দকার আতাউর রহমান মহিলা মাদ্রাসার সহ-সুপার মো. ইউছুপ পাটওয়ারী সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে তার নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। চাঁদপুর-লক্ষীপুর সড়কের ফরিদগঞ্জ অংশের টুবগী এলাকায় পৌঁছলে বিপরীত দিক  থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চাঁদপুর-লক্ষীপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কের দুই পাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১