বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে জাতীয় পতাকা মিছিল বের করে ছাত্র ফেডারেশন ছবি: বাংলাদেশের খবর


অবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ৬৯ এর গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত  সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে কিংশুক কিঞ্জল বলেন, আমরা চাই অতি দ্রুত রাকসু নির্বাচন হোক। আর এই নির্বাচন হওয়ার জন্য তফসিল ঘোষণা প্রয়োজন। তবে এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে। নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় সেজন্য সকল সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান।

৬৯’র গণঅভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন, ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ স্বৈরাশাসককে পরাজিত করেছিল। ঠিক সেভাবে আবারো মানুষ একত্রিত হয়ে সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছনে থেকে জাতীয় পতাকা মিছিল বের করে ছাত্র ফেডারেশন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জিন্নাত আরা, রাবি শাখার রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ সংগঠনটির নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১