আপডেট : ২৪ January ২০১৯
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ভাষণ প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। টানা তৃতীয়বার ও মোট চারবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে দেওয়া এই ভাষণে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১