আপডেট : ২৪ January ২০১৯
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংসিংপুর গ্রামের দরিদ্র পরিবারের এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মো. সাজল মিয়াকে (২৭) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক সাজল পলাতক রয়েছে। ধর্ষক সাজল মিয়া পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউপির পূর্বপাইকপাড়া গ্রামের মৃত সাহেবআলী ফকিরের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুর রব জানান ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনায় সিভিল সার্জন ও বিজ্ঞ আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য পাঠানো হয়েছে । মামলার বাদী কিশোরীর বাবা বলেন, আমি এক সময় দিনমজুরি করতাম। সাজলও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করত। সে আমাদের বাড়িতে আসা-যাওয়া করত। গত (১৯ জানুয়ারি) শনিবার দুপুরে আমরা কেউ বাড়িতে না থাকার সুযোগে সে আমার মেয়েকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে। ঘটনার সময় আমার মা বাইরে থেকে ঘরে এসে বিষয়টি বুঝতে পারলে সাজল পালিয়ে যায়। ইউপি'র ১নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন দুলাল বলেন, অন্ধ মেয়েকে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হোক তা এলাকার কেউই চায়নি। তাই সাজলের পরিবারের লোকজনকে নিয়ে মীমাংসার চেষ্টা করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষককে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। আশা করি অচিরেই তাকে গ্রেফতার করতে পারবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১