বাংলাদেশের খবর

আপডেট : ২৪ January ২০১৯

নিউজিল্যান্ডে জয়ে শুরু ভারতের

নিউজিল্যান্ডে জয়ে শুরু ভারতের ছবি : ইন্টারনেট


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সহজ জয় দিয়ে শুরু করল সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। গতকাল বুধবার নেপিয়ারে সফরকারী দল ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাচে নিউজিল্যান্ডের ১৫৭ রানের জবাবে ভারত ৩৪.৫ ওভারে মাত্র ২ উইকেটে করে ১৫৬ রান। ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে গেলে এক ওভার কমিয়ে ভারতের টার্গেট দেওয়া হয় ৪৯ ওভারে ১৫৬ রান। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে মাউঙ্গানুইয়ে।  

মাত্র ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম উইকেট হারায় দলীয় ৪১ রানের সময়। রোহিত শর্মা ১১ রান করে ব্রেসওয়েলের বলে গাপটিলের হাতে ধরা পড়েন। ওই সময় বিরতি হয়। বিরতির পর এক ওভার শেষে সূর্যের তাপের কারণে খেলা বন্ধ রাখা হয়। পড়ে ওভার ও টার্গেট কমানো হয়। দলের ১৩২ রানের সময় কোহলি আউট হন। তিনি করেন ৪৫ রান। ফার্গুসনের কলে কোহলি ধরা পড়েন উইকেটকিপার লাথামের হাতে। ভারতকে আর উইকেট হারাতে হয়নি। শিখর ধাওয়ান ও রাইডু অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ধাওয়ান ১০৩ বলে ৬টি চারে করেন ৭৫ রান। আর রাইডু করেন ১৩ রান। ফার্গুসন ৪১ রানে আর ব্রেসওয়েল ২৩ রানে ১টি করে উইকেট পান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে লেজেগোবরে অবস্থা হয় স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে মার্টিন গাপটিল ফেরেন মাত্র ৫ রানে। পরের ওভারে এসে কলিন মুনরোকেও (৮) বোল্ড করে দেন ভারতীয় এই গতিতারকা। ১৮ রানে ২ উইকেট হারানোর পর রস টেলর আর কেন উইলিয়ামসন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তাদের ৩৪ রানের জুটিটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। ২৪ রান করা টেলরকে ফিরতি ক্যাচ বানান তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। পরে ভয়ঙ্কর চেহারায় হাজির হন কুলদ্বীপ যাদব। এর মধ্যেও লড়ে যাচ্ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ৩৪তম ওভারে এসে তিনিও কুলদ্বীপের শিকার হন। ৮১ বলে ৭ বাউন্ডারিতে উইলিয়ামসন করেন ৬৪ রান।

ভারতের পক্ষে ৩৯ রানে ৪ উইকেট নেন কুলদ্বীপ। ৩ উইকেট শিকার করেন শামি। এছাড়া চাহাল ২টি আর কেদার যাদব নেন ১ উইকেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১