আপডেট : ২৩ January ২০১৯
নেত্রকোনার কলমাকান্দায় দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সজল মিয়া (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কিশোরীটির পিতা বাদী হয়ে এ মামলা করেন। কলমাকান্দা কৈলাটি ইউনিয়নের রঙশিংপুর গ্রামে গত শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয় মাতবররা বিষয়টি মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে। সজল মিয়া দুর্গাপুর উপজেলার পাইতপাড়া গ্রামের মৃত ইয়াদ ফকিরের ছেলে। সে পেশায় দিনমজুর। মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৯ জানুয়ারি দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী ওই কিশোরীটিকে তার ঘরে একা পেয়ে জোড় করে ধর্ষণ করে পাশের পাইতপাড়া গ্রামের সজল মিয়া। এ সময় বাড়ির বাইরে থাকা কিশোরীর দাদী রাবিয়া খাতুন চিৎকার শুনে ঘরে ঢুকলে সজল পালিয়ে যায়। পরে এ ঘটনা মীমাংসার নামে স্থানীয় কিছু মাতব্বর সময়ক্ষেপন করে। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ঘনায় মামলা হয়েছে। সজলকে গ্রেফতারের চেষ্টা চলছে। লেখক নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১