আপডেট : ২৩ January ২০১৯
কুষ্টিয়ায় নয় বছর আগে শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদনণ্ড ও সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ডও দিয়েছেন বিচারক। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মঞ্জুরুল ইসলাম আনসারী উপজেলার প্রাগপুর গ্রামের আব্দুল গণি আনসারীর ছেলে। তিনি পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, ২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে ওই বছরের ৭ অগাস্ট পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১