আপডেট : ২৩ January ২০১৯
কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে নিন্ম আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে চারবার পেছানো হয়। নিন্ম আদালতের এ সময়ক্ষেপনের বিষয়টি তুলে ধরে হাইকোর্টে জামিন চান খালেদা জিয়া। আবেদনের পক্ষে এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান কায়সার কামাল। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০-দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। সে ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১