আপডেট : ২৩ January ২০১৯
সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের রায়পুর এলাকায় অবস্থিত জুটমিলের তাঁত সেক্টরে এ আগুন লাগে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সকালে জাতীয় জুটমিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের ৫টি ইউনিট একযোগে দুই ঘণ্টা ধরে কাজ করছে। কিছুটা হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে এখনও কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১