আপডেট : ২৩ January ২০১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল নয়টায় দেশটির রাজধানী কুয়ালালামপুর হোটেল মেট্রোর বলরুমে কারি হাফেজ সোহাইল এর কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা আবু হুরায়েরা ও হাফেজ ইসমাঈল এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যাক্ষ মাওলানা ইউনুস আহমদ দাঃ বাঃ। বক্তব্য রাখেন, মাসাহ ইউনিভার্সিটির মেধাবী ছাত্রনেতা বশির বিন জাফর, মাওলানা তাওহিদ, হাফেজ ইসমাইল, হাফেজ মাওলানা আহমদ আব্দুল্লাহ, লিংকিউন ইউনিভার্সিটির মেধাবী ছাত্রনেতা মাওলানা গাজী আবু হোরায়রা, জিওমেটিক ইউনিভার্সিটির মেধাবীছাত্রনেতা জাফর আহমদ, হাফেজ মাসদুর রহমান , মাওলানা মিজানুর রহমান, তারা মিয়া, হাবিবুর রাহমান সহ আরো অনেকে। এ সময় মাওলানা মুফতি আমিরুল ইসলাম কে সভাপতি ও মাওলানা মাসউদ উর রাহমান কে সেক্রেটারি করে মালয়েশিয়ার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যাক্ষ মাওলানা ইউনুস আহমদ দাঃবাঃ। প্রধান অতিথি তার বক্তব্যে কোরআন ও হাদিসের আলোকে দ্বীন ক্বায়েমের তাৎপর্য তুলে ধরেন, এবং নবী রাসুলের প্রেরণের কারণ তুলে ধরেন, একাদশ সংসদ নির্বাচন পরবর্তী অবস্থা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের নেতা কর্মী ও প্রবাসী বাংলাদেশীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১