বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০১৯

আত্রাইয়ে বিরল প্রজাতির মাছ

আত্রাইয়ে নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ সংগৃহীত ছবি


নওগাঁর আত্রাই নদীতে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মাছটি দেখার জন্য উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের ওয়াসিমের বাড়িতে ভিড় পড়েছে উৎসুক জনতার।

গতকাল মঙ্গলবার সকালে বিরল এই মাছটি পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ। আত্রাই মাছ বাজারে বিক্রির জন্য আনলে দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে মাছটি উপজেলার জাতোপাড়া গ্রামের ওয়াসিমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওয়াসিম বলেন, তিনি মাছটিকে একটি বালতিভর্তি পানিতে রাখেন।

বালতিতে মাটি ফেললে ক্ষুধার্ত মাছটি তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ থেকে ১৫ ইঞ্চি। ওজন প্রায় সোয়া কেজি। গায়ে বিভিন্ন নকশা রয়েছে। মাছটির দাঁত মানুষের দাতের মতো। এ ব্যাপারে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য  কর্মকর্তা সাহাদৎ হোসেন বলেন, এই বিরল প্রজাতির মাছটির নাম কেউ বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিশ’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। তিনি আরো বলেন, এমন বিরল প্রজাতির মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১