বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০১৯

সর্ববৃহৎ টারবাইন পায়রায়

পায়রায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোম্পানি হচ্ছে সংগৃহীত ছবি


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত হয়েছে দেশের সর্ববৃহৎ স্টিম টারবাইন। চলতি বছরের আগস্টে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে এর একটি ইউনিট। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

 জানা গেছে, এই কেন্দ্রের একটি ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সহকারী প্রকৌশলী মো. পিঞ্জুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্ল্যান্ট চালু করার জন্য দিন-রাত শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে আমরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এর টারবাইন বসিয়েছি। যেখান থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। তিনি জানান, প্রথম ইউনিটের কাজ শেষ হয়েছে। আগামী আগস্টে এটি বিদ্যুৎ উৎপাদনে যাবে। ইতোমধ্যে প্রথম টারবাইন বসানো হয়েছে এবং আরো একটি টারবাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ অক্টোবরে কলাপাড়ার ধানখালীতে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক জ্বালানি কয়লা ও দ্বিতীয় জ্বালানি ডিজেল। কয়লা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হয়। বর্তমানে ২৬৯০ মেগাওয়াট বিদ্যুৎ উপাদনের লক্ষ্যে কাজ চলছে। ভবিষ্যৎ আরো ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১