আপডেট : ২৩ January ২০১৯
স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে কিলোমিটারে রূপ নিতে যাচ্ছে। আজ বুধবার জাজিরা প্রান্তে ৬ষ্ঠ স্প্যান স্থাপন হলে এই সেতু একসঙ্গে দৃশ্যমান হবে ৯০০ মিটার। প্রকল্প সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশে রওনা হয় ক্রেন ‘তিয়ান ই’। জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে। এর আগে ১৫ জানুয়ারি স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু পদ্মায় নাব্য সঙ্কটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হবে। এ ছাড়া মাওয়া প্রান্তে স্প্যান স্থাপনের কাজ চলছে। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান এবং সবশেষ গত ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান বসানো হয়। ইতোমধ্যে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ছয় মাস পর বসতে যাওয়া ষষ্ঠ স্প্যান যোগ হলে দৃশ্যমান হবে ৯০০ মিটার। সেতু কতৃপক্ষ দাবি করছে ইতোমধ্যে সেতুর প্রায় ৭২ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে। জাজিরা প্রান্তে ৬টি স্পেন বসানো হলেও মাওয়া পয়েন্টে আরো একটি স্পেন বসানো হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরো তিনটি স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের এক প্রকৌশলী। পদ্মা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রকল্পে কর্মরত এক প্রকৌশলী জানান, স্প্যানটি কনস্ট্রাকশন ইয়ার্ডে পেইন্টিং শেষে বসানোর উপযোগী হয়। নির্দিষ্ট করে বলা মুশকিল, স্প্যানটি জাজিরা নিতে কত সময় লাগবে। স্প্যানটি জাজিরায় পৌঁছাতে সময় প্রয়োজন পড়ে এক থেকে দুই দিন। জাজিরায় পৌঁছানোর পর দুই-একদিনের মধ্যে ষষ্ঠ স্প্যানটি ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসানোর কাজ শুরু হবে। সূত্র আরো জানায়, মোট পিলার ৪২টি, এর মধ্যে ১৬টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ১৫টি পিলারের কাজ চলছে। মোট ২৬১টি পাইলের মধ্যে ১৯১টি পাইলের কাজ সম্পন্ন হয়েছে। ১৫টি পাইলের আংশিক কাজ শেষ। এছাড়া ১৭টি স্প্যান প্রস্তুত রয়েছে। প্রস্তুত করা হচ্ছে আরো ১৮টি স্প্যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১