আপডেট : ২২ January ২০১৯
নেত্রকোনা জেলার কলমাকান্দায় ২৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউপি এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- মোজাহিদুল ইসলাম মন্টি (২৭) ও মো. আবু সায়েম তালুকদার (৪৪)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ওসি মো. মাজহারুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সদর ইউপি এলাকায় অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলমাকান্দা থানায় দুইটি মামলা করে পুলিশ। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা আদালতের মাধ্যমে আটক দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১