আপডেট : ২২ January ২০১৯
নরসিংদীর শিবপুরে সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, আবদুল মান্নান ভূইয়া পরিষদের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খাঁন সেজু ও শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম প্রমুখ। বক্তব্যে জহিরুল হক ভূইয়া মোহন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আবারও শিবপুরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বিগত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি আবদুল মান্নান ভূইয়া পরিষদের নেতা-কর্মীরাও আমার জন্য নিরলসভাবে কাজ করেছে। এজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দলমত নির্বিশেষে জনগণের সেবা করে যেতে চাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১