আপডেট : ২২ January ২০১৯
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচন আাগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এমন তথ্য জানান। ইসি সচিব বলেন, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। তাই এটি সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে। গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। একাদশ সংসদের নির্বাচিত হলেও অসুস্থতার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১