আপডেট : ২২ January ২০১৯
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জীপ (চান্দের গাড়ী) উল্টে ১৫ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার বড় বাজার থেকে যাত্রীবাহী জীপ (চান্দের গাড়ী) হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। গাড়িটি সুনারু নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) দেবাশীষ দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১