আপডেট : ২২ January ২০১৯
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে ইউ/পি সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে ৪ জনকে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নোয়াগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। আহতদের মধ্যে সুবিদপুর ইউনিয়নের মেম্বার কমর উদ্দিন (৫০), আলামিন মিয়া (৫৫), মোঃ সাকিব মিয়া (৩২) ও মোঃ হাদিস মিয়া (৩৫) কে টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, নোয়াগাও গ্রামের সর্দার নির্ধারণ নিয়ে ইউ/পি সদস্য মোঃ কমর উদ্দিন ও আলেমান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে ১৫ জন আহত হয়। ওসি রাশেদ মোবারক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১