বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০১৯

বন্ধ হচ্ছে উইন্ডোজ ফোন


উইন্ডোজ ফোনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের জন্য নতুন করে আর কোনো আপডেট দেওয়া হবে না। উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্যও পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বরের পর নতুন করে উইন্ডোজ ফোনে কোনো নিরাপত্তা আপডেট পাওয়া যাবে না। এক বিবৃতিতে বলা হয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম মোবাইলে সাপোর্ট বন্ধ হচ্ছে। আমরা গ্রাহকদের অনুরোধ করছি আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বা আইওএসে চলে যান। এজন্য আমরা আমাদের যেসব মোবাইল অ্যাপ রয়েছে, সেগুলো যাতে অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করে সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা অ্যামাজনের অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে না।

এমন কথা মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেছেন বলে উদ্ধৃত করা হয়েছে।

২০১৭ সালে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, মাইক্রোসফটের মোবাইল সাপোর্ট শেষ হওয়ার পর আগের স্বীকৃতি হিসেবে ৩৬ হাজার উইন্ডোজ ফোনকে আইওএসে রূপান্তর করা হয়েছে।

এক সময়কার ফিনল্যান্ডভিত্তিক বিশ্বখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের কাছে নকিয়া ফোনের স্বত্ব কিনে নিয়ে উইন্ডোজ ফোন হিসেবে বাজারে ছাড়ে মাইক্রোসফট। কিন্তু তা বাজার ধরতে ব্যর্থ হয় এবং একটা পর্যায়ে মাইক্রোসফট ফোন উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয়।

পরে এইচএমডি গ্লোবাল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আবারো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নকিয়া ফোন বাজারে আনা শুরু করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১