আপডেট : ২২ January ২০১৯
নতুন বছরে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এ সুখবরের জানান দেন প্রতিমন্ত্রী। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর ও ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সের ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা করছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে তিনি আরো লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’ স্ট্যাটাসের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ, ইন্টারনেট ফর অল।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১