আপডেট : ২২ January ২০১৯
চ্যাটিং অভিজ্ঞতাকে আরো সহজ করতে নতুন নকশা করা হয়েছে ফেসবুক মেসেঞ্জারের। এবার নকশায় বার্তাগুলোকে আবারো সামনে এবং মাঝখানের দিকে আনা হয়েছে। এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন নকশায় লক্ষণীয় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো- আগের নয়টি ট্যাবকে কমিয়ে তিনটিতে আনা হয়েছে, যাতে ইন্টারফেসটি দেখতে পরিচ্ছন্ন লাগে। প্রতিবেদনে আরো বলা হয়, আগের মতোই সব ফিচার রাখা হয়েছে। কিন্তু এবারে বেশিরভাগ ফিচারই ‘ফোর-ডট’ আইকনের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ গেম, বট এবং রিমাইন্ডারের মতো ফিচারগুলো এখন আর সামনে দেখা যাবে না। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই এটি উন্মুক্ত করা শুরু করে ফেসবুক। কিন্তু সেটি করা হয় শুধু ফেসবুকের ‘পোর্টাল’ ভিডিও চ্যাটিং ডিভাইসের জন্য। এর আগে গত বছর মে মাসেই ফেসবুকের এফ৮ ডেভেলপার সম্মেলনে এই আপডেটটি আনার ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষণার পর আপডেটটি আনতে অনেকটাই সময় নিয়েছে ফেসবুক। এবার আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে সব গ্রাহকের কাছে আপডেট পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১