আপডেট : ২১ January ২০১৯
নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় দুটির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় দুটির পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক উন্নত। বিদ্যালয়ের অবকাঠামো ও নানাহ সমস্যাসমূহ নিরসন করা হবে এবং আগামী কিছু দিনের মধ্যে স্কুলের শত বছর পূর্তি অনুষ্ঠানটি জমাকালোভাবে উদযাপন করা হবে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাব্বত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১