বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০১৯

তথ্য প্রযুক্তিতে সচিব পদে রদবদল

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ভারপ্রাপ্ত অশোক কুমার


ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তমিজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির বিষয়ে নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার সম্প্রতি অবসরোত্তর ছুটি পেয়েছেন। আর সেই বিভাগেই ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে।

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। ২০১৮ সালের ৮ জুলাই তাকে পরিকল্পনা কমিশন থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বেগম জুয়েনা আজিজ ২০১৭ সালের ২ জানুয়ারি থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদটি সচিব পদমর্যাদার ছিল। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ওই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১