আপডেট : ২০ January ২০১৯
বরগুনায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে। আজ রোববার দুপুর ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। পরে নির্যাতিত ওই শিক্ষার্থীর বাবার কাছে খবর পেয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইব্র্রাহিম মাওলানার ছেলে ও একই মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক। নির্যাতিত ওই শিক্ষার্থীকে উদ্ধারকারী সমাজকর্মী আরিফুর রহমান মারুফ মৃধা জানান, দুপুরে গাইড দেয়ার কথা বলে এই শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নেয় শিক্ষক সাইফুল। সাইফুলের ডাকে এই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে তাকে জোরপূর্বক পাশবিক নির্যাতন করেন। সাইফুলের পাশবিক নির্যাতন এই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে এ ঘটনার খবর এই শিক্ষার্থীর বাবা শুনে তাকে ফোনের মাধ্যমে জানান। পরে কিশোরীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটির রক্তক্ষরণ হচ্ছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বরগুনা হাসপাতলে। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্ত¡ততি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১