আপডেট : ১৮ January ২০১৯
দেশব্যাপী বিস্তৃত ৫ হাজার ২৯৫টির বেশি ডিজিটাল সেন্টার থেকে গ্রাহক সেবা গ্রহণ করার সুযোগ পাবেন দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি রবির গ্রাহকরা। বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে ২০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে রবি। শুরুতে এসব সেন্টারে নতুন সিম নিবন্ধন, চলবে রবি, এমএনপি, ইউটিলিটি বিল পরিশোধ, বিডিটিকেটস, বিডিঅ্যাপস, রবি টেন মিনিট স্কুলের শিক্ষণ কন্টেন্ট ও রবি ক্যাশের সেবা পাবেন গ্রাহকরা। ভবিষ্যতে অন্যান্য সেবা যোগ করে দেশজুড়ে পুরিপূর্ণ গ্রাহকসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে অপারেটরটির। বিপুল চাহিদা থাকায় রবির সেবা প্রদান করে কীভাবে ব্যবসায়িক অগ্রগতি হতে পারে এ ব্যাপারে প্রশিক্ষণার্থীদের (২০০ ডিসি উদ্যোক্তা) বিস্তারিত জানান রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান, মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর এবং এটুআইর ই-সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে চট্টগ্রামে রবির রিজিওনাল ম্যানেজার মো. আশরাফুল কবিরও উপস্থিত ছিলেন। রবির অলটারনেটিভ চ্যানেলের ম্যানেজার রোনাল্ড রনি বইদ্য এবং এম-মানির ম্যানেজার মো. ফিরোজ কবির ও স্পেশালিস্ট মো. জিয়াউল ইসলাম তিতাস দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১