বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০১৯

উইন্ডোজ টেন সার্চে থাকছে না কর্টানা

উইন্ডোজ টেন সার্চে থাকছে না কর্টানা


মাইক্রোসফটের সার্চ টুল থেকে কর্টানা এবার আলাদা হতে যাচ্ছে। আগামী এপ্রিলে উইন্ডোজ ১০-এর নতুন আপডেটে এ পরিবর্তন আনাবে মাইক্রোসফট।

নতুন আপডেটে সার্চ বক্সে শুধু টেক্সট লিখে ডকুমেন্ট বা ফাইল খোঁজা যাবে আর কর্টানার সাহায্য চাইলে দিতে হবে ভয়েস কমান্ড।

তাই টাস্কবারে ভয়েস সার্চ ও টেক্সট সাচের্র জন্য থাকবে আলাদা আলাদা স্থান। সার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কর্টানার কাজ অনেকাংশেই কমে আসবে। এতে স্বাধীনভাবে কাজ করতে পারবে উইন্ডোজ সার্চ।

২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের পরে এখন পর্যন্ত ছয়টি আপডেট এসেছে অপারেটিং সিস্টেমটিতে। এগুলো হলো নভেম্বর আপডেট, অ্যানিভার্সেরি আপডেট, ক্রিয়েটরস আপডেট, ফল ক্রিয়েটরস আপডেট, এপ্রিল ২০১৮ আপডেট ও অক্টোবর ২০১৮ আপডেট। এপ্রিলে উন্মোচন হতে যাওয়া সপ্তম আপডেটের নাম কী হবে তা এখনও জানা যায়নি।

উইন্ডোজ ১০ এখন মাইক্রোসফটের সবচেয়ে বেশি জনপ্রিয় ডেক্সটপ অপারেটিং সিস্টেম। বর্তমানে ৭০ কোটি ডিভাইসে চলছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি। ডিভাইসগুলোর মধ্যে আছে ট্যাবলেট, পিসি, ফোন ও এক্সবক্স ওয়ান কনসোল।

এদিকে, ২০০৯ সালে বাজারে ছাড়া উইন্ডোজ ৭ এর সময় ফুরিয়ে আসছে। আগামী ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ ৭ এ আপডেট ও সাপোর্ট দেওয়া বন্ধ করে দেবে মাইক্রোসফট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১