বাংলাদেশের খবর

আপডেট : ১৮ January ২০১৯

মিমির পোস্ট নিয়ে বিতর্ক

নায়িকা মিমি চক্রবর্তী সংগৃহীত ছবি


কলকাতার নীলরতন সরকার হাসপাতালের কুকুুর নিধনের ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া। আদালতে মামলাও হয়েছে এ বিষয়ে। আটক হয়েছে দুজন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদে যুক্ত হয়েছে টালিগঞ্জের একাধিক তারকা। প্রতিবাদে অংশ নিয়েছেন টালিগঞ্জের এ সময়ের অন্যতম নায়িকা মিমি চক্রবর্তী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করে একটি পোস্ট করেছেন তিনি। তার এ পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এমনটাই জানা গেছে কলকাতার একাধিক গণমাধ্যম সূত্রে।

মিমি তার টুইটারে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের উদ্দেশ করে লিখেছেন, ‘আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে। হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমন বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি পরোয়া করি না।’

মিমির পুরো পোস্টটি জুড়ে তীব্র হতাশা ধরা পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই এমন পোস্ট ঘিরে বিতর্ক বাড়ছে। অনেকেই প্রতিবাদ করেছেন মিমির এমন পোস্টে। জানা গেছে, টালিগঞ্জের অনেকেই মিমিকে পশুপ্রেমী হিসেবে জানেন। চিকু নামে তার একটি পোষা কুকুরও আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১