আপডেট : ১৭ January ২০১৯
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং বাজারে গড়ে উঠা কম্পিউটার দোকানে বিশেষ অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) তৈরির মেশিনসহ দুইজনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ অভিযান চালানো হয়। জানা যায়, উখিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট আফিফের নেতৃত্বে একদল সৈনিক গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও বাজারে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত ১০ টি ল্যাপ্টপ, ১৪টি প্রিন্টার, ২ টি লেমিনেটিং মেশিন, ৩টি স্ক্যানার মেশিন, ৩টি মনিটর, ৪টি সিপিইউ ও ১টি মোবাইল সহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের ঈদগাহ পূর্ব লরাবাগ গ্রামের হাজী আমির হোসনের ছেলে মো. রাসেল (৩০), ক্যাম্প ২ এর এ ১ ব্লকের বাসিন্দা আবুল হোসনের ছেলে মো. হাশেম (২৫)। সেনাবাহিনী তাদেরকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১