আপডেট : ১৭ January ২০১৯
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মাটি বোঝাই ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক। আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করা যায়নি। নিখোঁজ কোন শ্রমিকের সন্ধান মিলেনি। গত মঙ্গলবার ভোর ৪ টার দিকে মাটি বোঝাই এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। বৃহস্পতিবার মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ড দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ সময় ট্রলারের ১৪ শ্রমিক সাতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হন। তবে ট্রলারের ২০ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, উদ্ধার তৎপরতা চলছে। এখনও পর্যন্ত ট্রলার শনাক্ত করা যায়নি। নিখোঁজ শ্রমিকের খোঁজ মিলেনি। মেঘনা নদীর আশপাশের সব নৌ-পুলিশ ও ফাঁড়ি গুলোকে মেসেজ পাঠানো হয়েছে। নদীতে কোন মরদেহ ও ট্রলারের খোঁজ পেলে তাৎক্ষনিক ভাবে জানাতে বলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১