আপডেট : ১৭ January ২০১৯
রবি ও মিলভিক’র মোবাইল-ভিত্তিক স্বাস্থ্য বীমা ব্র্যান্ড মাইহেলথ এখন মোবাইল অ্যাপ্লিকেশনে (অ্যাপ) পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা তাদের পুরো পরিবারের জন্য প্রতিদিন রাত-দিন ২৪ ঘণ্টা যে কোনো সময় প্লাটফর্মটিতে নিবন্ধিত যেকোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। কোনো বাড়তি ব্যয় ছাড়াই স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও ‘রবি মাইহেলথ’র নির্দিষ্ট সেবা পাবেন গ্রাহকরা। এ ছাড়া এই অ্যাপের মাধ্যমেই নারী বা পুরুষের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, অসুস্থতা, শরীর গঠন ও পুষ্টি, মানসিক স্বাস্থ্য, গর্ভকালীন পরামর্শ, দীর্ঘস্থায়ী রোগ ও সংক্রমণ সম্পর্কিত স্বাস্থ্য-বিষয়ক নানা প্রশ্নোত্তর পাওয়া যাবে। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা নিকটস্থ হাসপাতাল, ফার্মেসি, রোগ নির্ণয় কেন্দ্রের ঠিকানা এবং তাদের সঙ্গে যোগাযোগের তথ্য পেতে পারেন। হাসপাতাল ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে গ্রাহকদের মাইহেলথ ফ্যামিলি বা কম্বো প্যাকের গ্রাহক হতে হবে। মাসিক মাত্র ৭৩.০৫ টাকা (মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জসহ) বীমার আওতায় গ্রাহকরা হাসপালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক ৩০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। প্রোটেকটিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স’র মাধ্যমে হাসপাতালে ভর্তির ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এ ছাড়াও গ্রাহকরা মাইহেলথ’র হটলাইন নম্বর ২১২১৬ নম্বরে ডায়াল করে (সাধারণ কল চার্জ প্রযোজ্য) মাইহেলথ প্যাকের সেবা গ্রহণ করতে পারবেন। দৈনিক ২ টাকা ৪৪ পয়সা খরচ করে সেবাটি গ্রহণ করা যাবে। গুগল প্লে স্টোর (http://tiny.cc/robi-inapp) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। -বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১