আপডেট : ১৬ January ২০১৯
বেতন বৈষম্যকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া-সাভার এলাকার পোশাক কারখানায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় কারখানার মালিকরা দুই থানায় ১৩টি মামলা করেছে। এসব মামলায় নিরীহ শ্রমিকদের গ্রেফতার করা হবে না জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের অভ্যন্তরে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে তাদের পোশাক শ্রমিকদের দাবি পূরণ হওয়ায় শ্রমিকরা কাজে ফিরে এসেছেন। এজন্য ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা শ্রমিকদের মাঝে সচেতনতামূলক কাজ করেছে। এজন্য অল্প সময়ের মধ্যেই তারা আন্দোলন থেকে ফিরে এসেছে। এছাড়াও আরো বক্তব্য রাখেন শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান শামিম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, আশুলিয়া থানা অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু, ইন্সপেক্টর তদন্ত জাভেদ মাসুদ সহ আশুলিয়া আঞ্চলিক কমিটির বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১