আপডেট : ১৬ January ২০১৯
সংবিধানে বিরোধী দলের ভুমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জাতীয় পার্টির সংসদ সদস্যরা দেশের মানুষের প্রতিদিনের সমস্যার কথা সংসদে তুলে ধরবেন। আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণকালে তিনি এ কথা বলেন। রাঙ্গা বলেন,গণমানুষের কথা বলতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলেই,সাধারন মানুষের আস্থা অর্জন করবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদ এম রশিদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মোঃ মোহিবুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১