বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০১৯

পদ্মা সেতুর কাছেই হবে বঙ্গবন্ধু বিমানবন্দর : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ছবি : সংরক্ষিত


প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার পদ্মা সেতুর আশপাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

মাহবুব আলী বলেন, এই মন্ত্রণালয় চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গা চূড়ান্ত হয়েছে। পদ্মা সেতুর আশপাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর হবে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, সিভিল এভিয়েশন ক্যাটাগরি ওয়ান হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মার্চে আসবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি। তাদের সনদ পেলে চালু হবে নিউইয়র্ক ফ্লাইট।

প্রতিমন্ত্রী বলেন, বিমান হবে আকাশে শান্তি আর বিমানবন্দর হবে ভূমিতে প্রশান্তির নীড়। এ লক্ষ্যে বর্তমান সরকারের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে।

এ সময় তিনি গ্রাউন্ড হ্যান্ডলিং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে যাত্রীসেবার মান বাড়িয়ে যাত্রীদের সন্তুষ্টি অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া বেবিচক সদর দফতরে কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানসহ মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ক্যাবের মেম্বার (অপারেশন) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান। পরে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১