বাংলাদেশের খবর

আপডেট : ১৪ January ২০১৯

রেলের জায়গা দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, এক পুলিশ সদস্য আহত

নওগাঁর রাণীনগরে রেলওয়ের সরকারি জায়গা দখল করে চলছে স্থাপনা তৈরী প্রতিনিধির পাঠানো ছবি


নওগাঁর রাণীনগরে রেলওয়ের সরকারি জায়গা দখল করাকে কেন্দ্র করে দখলদার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক গ্রুপের ইট ও পাথরের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আজ সোমবার দুপুরে রাণীনগর রেলওয়ের স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়ছে।

জানা গেছে, রাণীনগর রেলওয়ের স্টেশনের পাশে সরকারি জায়গা দখল করাকে কেন্দ্র করে দখলদার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাণীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একটি গ্রুপ পুলিশের উপরে ইট ও পাথর ছোড়ে। এতে মো: আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, রেলওয়ের জায়গা দখল করাকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১