আপডেট : ১৪ January ২০১৯
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সিআইডি। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের এসআই নিউটন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল-জালিয়াতি করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। প্রথমে রাজধানীর পল্লবী থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী ও রামপুরা থেকে দুজনকে আটক করা হয়। প্রধানমন্ত্রীর সিল ও স্বাক্ষর জাল, জাল দলিল প্রস্তুত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া একজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৪২ লাখ টাকা নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এই তিনজনকে প্রথমে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে আবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। তারপর আবার দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১