আপডেট : ১৪ January ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও টানা তৃতীয়সহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও নেতারা। হাঙ্গেরি, বেলারুশ ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট, ডমিনিকান রিপাবলিকের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তরা এবং ওআইসির মহাসচিব তাকে পৃথক বার্তায় অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তার বার্তায় বলেন, হাঙ্গেরি দক্ষিণ এশিয়া অঞ্চলে উন্মুক্ত নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নীতির প্রসার ঘটবে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস তার বার্তায় বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বাড়বে।
বাংলাদেশের নতুন সরকারকে আরো অভিনন্দন জানিয়েছে ডমিনিকান রিপাবলিক। দেশটির দিল্লি দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে, মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা এবং উন্নয়নের জন্যই আওয়ামী লীগকে বিজয়ী করেছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ভবিষ্যতে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। তিনি এক বার্তায় বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে তার দূরদর্শী নেতৃত্বে দেশটির অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত থাকবে। তাছাড়া আগামী দিনে বাংলাদেশ ও নাইজেরিয়া বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা দিল্লিতে নাইজেরিয়ার হাইকমিশন থেকে বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তর করা হয়।
এছাড়া এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট কিম ইয়ং নাম ও প্রধানমন্ত্রী পাক মং জু শেখ হাসিনাকে অভিনন্দন জানান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও ওইদিন শেখ হাসিনাকে অভিনন্দন জানান। গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানাচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১