আপডেট : ১৩ January ২০১৯
ঢাকার দোহারে নাশকতা মামলায় দোহার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো. আব্দুল হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার মুকসুদপুর সরকারী পদ্মা কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান রনি জানান, আব্দুল হালিম একাধিক নাশকতা মামলার আসামি। বহুদিন ধরে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর ছিল। এদিকে গ্রেফতার বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আমি মুকসুদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান। আমার বিরুদ্ধে কখনও কারও অভিযোগ থাকার কথা নয়। সারা জীবন ন্যায় নীতি বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করে গিয়েছি। আমার বিরুদ্ধে রাজনৈতিক দুইটি গায়েবি মামলা হয়েছে। এ মামলাগুলো কেন- কী বিষয়ে হয়েছে আমি কিছুই জানি না। তবে কিছু দিন আগে আমি একটি মামলায় আদালত থেকে জামিন নিয়েছি। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম জঙ্গী মদদদাতা ও নাশকতার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে তিনটি নাশকতা মামলার ওয়ারেন্ট আছে। একাধিকবার গ্রেফতারের চেষ্টা করেও বার বার পুলিশ ব্যর্থ হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১