আপডেট : ১৩ January ২০১৯
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া এলাকার পদ্মা নদীর দামসে মাছ ধরার উৎসব পালন করেছে স্থানীয়রা। আজ রোববার সকাল থেকেই বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ দলে দলে পলো নিয়ে পদ্মা নদীর নওসারা সুলতানপুরে হাজির হয়। অসংখ্য মানুষ পলো, চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা সবাই এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ উৎসব পালন করে। প্রতিবছরই শীত মৌসুমে নদীর পানি শুকানোর সাথে সাথে এলাকার মুরুব্বীরা নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেন। সেই দিন এলাকার সবাই মিলে আনন্দঘন পরিবেশের মাধ্যমে মাছ ধরা উৎসব পালন করেন। বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নদীতে মাছ ধরাকে সার্বজনিন উৎসব বলে উল্লেখ করে বলেন, দল মত নির্বিশেষে মানুষ আনন্দ ঘন পরিবেশে নদীতে মাছ ধরে। পাশাপাশি নদীর তীরে দাঁড়িয়ে সাধারণ মানুষ সে আনন্দ উপভোগ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১