বাংলাদেশের খবর

আপডেট : ১৩ January ২০১৯

সপ্তম দিনেও চলছে সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পুলিশের লাঠিচার্জে আহত ১০

সাভার ম্যাপ


সপ্তম দিনের মতো চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। মজুরি বৈষম্যের প্রতিবাদে রবিবারও সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। অর্ধশত পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার পরপরই শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে নেমে অবরোধ করেন। বিক্ষোভে অংশ নেন জামগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন।

পুলিশের দাবি, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১