বাংলাদেশের খবর

আপডেট : ১২ January ২০১৯

বগুড়ায় গাঁজাসহ 'মাদক ব্যবসায়ী' আটক


বগুড়ায় গাঁজাসহ মো. হামিদুল ইসলাম (৪৫) নামের এক 'মাদক ব্যবসায়ীকে' আটক করেছে র‍্যাব। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মর্তুজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

হামিদুল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পুখুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কমের মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক এস.এম জামিল আহমেদ জানান, আটক ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল।

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় আটক হামিদুলকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১