আপডেট : ১২ January ২০১৯
বগুড়ায় গাঁজাসহ মো. হামিদুল ইসলাম (৪৫) নামের এক 'মাদক ব্যবসায়ীকে' আটক করেছে র্যাব। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মর্তুজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হামিদুল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পুখুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কমের মন্ডলের ছেলে। র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক এস.এম জামিল আহমেদ জানান, আটক ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল। বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় আটক হামিদুলকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১