আপডেট : ১২ January ২০১৯
নাটোরে জেলা প্রশাসন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মত বিনিময় করেছেন। মন্ত্রী পরিষদে শপথ গ্রহণের পর আজ শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউজে তিনি এ মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মত বিনিময়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রশাসন, সাংবাদিক ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়তেও তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১