আপডেট : ১২ January ২০১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকালে উপজেলার হ্নীলা এলাকার মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনই রোহিঙ্গা যুবক। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ৫০ হাজার পিস ইয়াবাও পাওয়া গেছে। নিহত দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটে থাকতে পারে। নিহতদের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, সকালে হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১