আপডেট : ১২ January ২০১৯
বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটকে জুটিবদ্ধ হয়েছেন নোভা ফিরোজ ও সোহান খান। নূর আনোয়ার রঞ্জু প্রযোজিত ও নির্দেশিত ‘তোমায় গান শোনাবো’ নাটকে দেখা যাবে তাদের। নাটকটি রচনা করেছেন সাধনা আহমেদ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোভা বলেন, ‘এর আগেও নূর আনোয়র রঞ্জু ভাইয়ের প্রযোজনা ও পরিচালনায় বিটিভির নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি। রঞ্জু ভাই খুব গুছিয়ে কাজ করেন। বিটিভিতে কাজের ক্ষেত্রে একজন ভালো প্রযোজকই যখন পরিচালকের ভূমিকায় কাজ করেন তখন কাজটির আউটপুট অনেক ভালো হয়। যে কারণে সব মিলিয়ে এ নাটকটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে হূদিমা চরিত্রে দেখা যাবে নোভাকে। তার বিপরীতে সোহান খান অভিনয় করেছেন রবি চরিত্রে। বিটিভির অনুষ্ঠান নির্বাহী নূর আনোয়ার রঞ্জু বলেন, ‘নাটকের গল্প, গল্পে চরিত্রানুযায়ী নোভা ও সোহানকে চূড়ান্ত করেছি। নিজ নিজ চরিত্রে দুজনই খুব ভালো অভিনয় করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ আজ রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে নাটকটি। নোভা-সোহান ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, ইলোরা গহর প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১