আপডেট : ১১ January ২০১৯
বিশেষ প্রতিনিধি কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং সদ্য শেষ হওয়া একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বনানী কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ৩০ ডিসেম্বরের অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে শ্লোগান দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১