আপডেট : ১১ January ২০১৯
নরসিংদী রেলওয়ে স্টেশনে নারী পুরুষ ছিন্নমূল শিশু সহ অনেক অসহায় মানুষ এই শীত কাটায় খুবই কষ্টে। পাতলা ফিনফিনে এক টুকরো কাপড়ে কাপতে থাকে মানুষ গুলো। এক টুকরো শীতের কাপড়ের অভাবে তারা সারা রাত কাটায় শীতের কষ্টে। অসহায় এই শীতার্তদের উষ্ণতা দিতে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী রেল স্টেশনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন রেল স্টেশনে পাঁচ শতাধিক ছিন্নমূল শিশু, দুস্থ নারীপুরুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম,
সহকারী কমিশনার (নেজারত) শাহ আলম মিয়া, সহকারী কমিশনার তাহমিনা আক্তার প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১