বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০১৯

বিপিএলে দর্শক টানতে পেছাল ম্যাচের সময়

লোগো বিপিএল


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্যালারিতে দর্শকখরা চোখে পড়ার মতো। চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম তো নিজেই ক্রিকেটপ্রেমীদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানালেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফাঁকা গ্যালারির আঁচ লেগেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের গায়েও। তাই দর্শক টানতে ব্যবস্থা নিয়েছে তারা। ক্রিকেটের প্রাণ দর্শকদের কথা চিন্তা করে আগামীকাল শনিবার থেকে বিপিএলের প্রথম ম্যাচের সময় পেছানো হয়েছে এক ঘণ্টা, আর পরেরটি এক ঘণ্টা ১০ মিনিট। ঢাকায় দর্শকশূন্য বিপিএল দেখে ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির পরিচালকরা সবাই হতাশ। মাঠে তাদের ফেরাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সিদ্ধান্ত কতখানি সফল হবে বোঝা যাবে শনিবার চিটাগং ভাইকিংস-খুলনা টাইটনাস ও ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্সের ম্যাচে।

আগের সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ শুরু হতো দুপুর সাড়ে ১২টায়। শনিবার থেকে সেটা শুরু হবে দুপুর দেড়টায়। এতদিন দ্বিতীয় ম্যাচ হয়েছে বিকাল ৫টা ২০ মিনিটে। সেই ম্যাচ পিছিয়ে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবারের ম্যাচ আগের মতোই হবে।

গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস বলেন, ‘দর্শকদের যেন মাঠে আসতে সুবিধা হয়, সেজন্যই খেলা শুরুর সময় একটু পেছানো হয়েছে। আসলে ওই সময়ে কারো পক্ষে মাঠে আসা সম্ভব নয়! এছাড়া স্কুল-কলেজ থাকে। যে কারণে যারা খেলা পছন্দ করে তারাও মাঠে আসতে পারছে না। আমরা আলোচনা করে ম্যাচগুলো এক ঘণ্টা করে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এই সিদ্ধান্ত দর্শকদের মাঠে ফেরাবে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১