আপডেট : ১১ January ২০১৯
নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এসআই টুটুলের সুর ও সঙ্গীতে ‘লীলাবতী’ ছবির জন্য গাইলেন তিনি। ‘আমারে কইরো না ক্ষমা/ আমি অপরাধী/ আপনারে পর করিয়া/ পরের লাগি কাঁদি’- এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ন্যান্সি বলেন, যে গানটি গাইলাম সেটি আমার বেশ ভালো লেগেছে। টুটুল ভাই বরাবরের মতো খুব ভালো সুর ও সঙ্গীত করেছেন। নিজের শতভাগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। প্লেব্যাকের ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে ন্যান্সি বলেন, খুব যে একটা ব্যস্ত তা না। তবে নিয়মিত গাইছি। আগামী সপ্তাহে আরো দুটি গানের ভয়েস দেওয়ার কথা আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১