আপডেট : ১১ January ২০১৯
‘চুপি চুপি ভালোবাসা’ শিরোনামের একটি গানের ভিডিও নিয়ে আসছেন ট্রাফিক সার্জেন্ট দ্বীন ইসলাম। গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন অনিম খান। ভিডিওটি নির্মাণ করেছেন গাজী কাউছার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে অংশ নিয়েছেন দ্বীন ইসলাম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মার্জিয়া মৌ। সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। নতুন এ মিউজিক ভিডিওটি প্রসঙ্গে দ্বীন ইসলাম বলেন, ‘রোমান্টিক ধাঁচের গান এটি। অনেক যত্ন নিয়ে গানটি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই প্রথম নিজের কোনো গানে মডেল হয়েছি। খুবই অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ আসছে বিশ্ব ভালোবাসা দিবসে সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। এমনটাও জানিয়েছেন দ্বীন ইসলাম। এর আগে, বাংলাদেশ পুলিশের থিম সং গেয়ে আলোচনায় আসেন দ্বীন ইসলাম। তারপর কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ‘মনের আকাশ ২’ শিরোনামের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দ্বীন ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১