আপডেট : ১১ January ২০১৯
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মন্ত্রী হওয়া মানে জমিদারি পেয়ে যাওয়া নয়। এটা অগ্নিপরীক্ষা ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব। গত বুধবার রাতে যশোর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরো বলেন, মানুষ নিঃসংকোচে কথা বলতে চায়। তাদের কথা শুনব। তাদের মতামতের ভিত্তিতেই উন্নয়ন কাজ এগিয়ে নেব। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দৌলা, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবদুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১